মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পৃথিবীজুড়ে করোনা মহামারী বিস্তার লাভ করার সাথে সাথে সুযোগটিকে কাজে লাগিয়ে কট্টরপস্থীরা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিতে ইসলামবিরোধী প্রচারণা শুরু করেছে। এই লক্ষ্যে তারা মানুষের ভয় ও দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন ওয়েবসাইটগুলিতে ষড়যন্ত্রমূলক তত্ত্ব ও বিকৃত তথ্য উপস্থাপন করতে শুরু করেছে।
যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে মুসলিমবিরোধী প্রচরণার অভিযোগে সন্ত্রাসবিরোধী পুলিশ কয়েক ডজন কট্টরপস্থী গোষ্ঠীর বিরুদ্ধ তদন্ত শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কট্টরপস্থীরা ওয়েবসাইটগুলিতে ব্যাপকভাবে মুসলিম বিরোধী প্রচারণা দিয়েছে এবং পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে মিথ্যা তত্ত¡ প্রচার করছে যে, দেশের গীর্জাগুলি মহামারীর সময় বাধ্যতামূলকভাবে বন্ধ করে রাখা হবে বাধ্য হবে কিন্তু মসজিদগুলি উন্মুক্ত থাকবে।
ভারতে ক্ষমতাসীন মুসলীম বিরোধী উগ্রপন্থীরা রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে দেশটির সমগ্র মুসলিম জনগোষ্ঠীকে বলির পাঁঠা বানিয়েছে। তারা দাবি করে, মুসলীমরা করোনাকে জিহাদের হাতিয়ার হিসেবে নিয়ে ‘করোনা-জিহাদ’ এর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মহামারী ছড়াচ্ছে।
ফার্স্ট ড্রাফ্ট নিউজের আমেরিকার পরিচালক ক্লেয়ার ওয়ার্ডেল বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে, আমরা যা দেখছি তা হলো, করোনাভাইরাসকে বিদ্যমান বর্ণবাদী এবং জাতি বিদ্বেষী গোষ্ঠীরা অজুহাত হিসাবে দেখাচ্ছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রে উগ্রপস্থী পরিসংখ্যানবিদরা অভিযোগ করেছেন যে, ‘যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ করোনা সংক্রমণ মুসলীমদের কারণে হয়েছে। কারণ তারা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানিয়েছিল।’
মুসলমানদের বিরুদ্ধে অনুরূপ কৌশল খাটিয়েছে যুক্তরাষ্ট্রে কট্টরপন্থীরা। তারা প্রচার করে যে, করোনার কারণে ইস্টার বা অন্যান্য ধর্মীয় উৎসব উপেক্ষা করা হলেও রমজান মাসে মুসলমানদের ওপর সেই নিষেধাজ্ঞা থাকবে না।
ইক্যুয়ালিটি ল্যাবসের একজন মুখপাত্র বলেছেন, ‘ফেসবুক এবং টুইটারের মতো সংস্থা এবং কর্পোরেশনগুলির একটি বিশাল দায়িত্ব রয়েছে। তাদের সামাজিক মাধ্যমগুলিতে পোস্টগুলির কারণে মানুষ মারা যাচ্ছে। তাদের প্ল্যাটফর্মে কী ঘটছে সে সম্পর্কে তারা দায়বদ্ধ যেখানে বেশিরভাগ হ্যাশট্যাগগুলি ছড়িয়ে পড়ছে।’ সূত্র: হাফিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।