Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ফের লড়াইয়ে জিকো- ফালকাওরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে যখন গোটাবিশ্ব দিশেহারা ঠিক তখনই লড়তে ফের ঐক্যবদ্ধ হয়েছেন ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দল। মানুষের এই দুঃসময়ে তাদের সহযোগিতা করতে তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন ব্রাজিলের ১৯৮২ বিশ্বকাপ দলের ফুটবলাররা। অসহায়দের সহযোগিতা করার মূল উদ্যোক্তা রবের্তো ফালকাও। তিনি পাশে পাচ্ছেন জিকো, জুনিয়র ও লেয়ান্দ্রোসহ সাবেক ১৯ সতীর্থকে। এক ভিডিও বার্তায় মানুষের সাহায্যে এগিয়ে আসার ও অনুদানের আবেদন জানিয়েছেন তারা। আবেদনে সাড়াও পেয়েছেন বেশ ভালো। মিডফিল্ডার সক্রেটিস ও বাতিস্তা এবং গোলরক্ষক পেরেস ছাড়া ব্রাজিলের ১৯৮২ বিশ্বকাপ দলের সবাই সুস্থভাবে বেঁচে আছেন। তারা স্বতস্ফুর্তভাবে ফালকাওয়ের উদ্যোগে অংশ নিয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ে তাদের তহবিলে জমা পড়েছে পাঁচ লাখ মার্কিন ডলার। রোমার সাবেক মিডফিল্ডার ফালকাও, ‘১৯৮২ ব্রাজিল দল পরিচিত ছিল এর সৃজনশীল ফুটবল, একতা ও দলগতভাবে কাজ করার নীতির জন্য। আমরা আবার ব্রাজিলের জন্যে সোচ্চার হয়েছি।’

গতকাল পর্যন্ত ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। মারা গেছেন ১১০০ মানুষ। কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে করোনাভাইরাসের প্রকোপে মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
৫ নভেম্বর, ২০২২
২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ