বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সন্দেহে ৯ জন রোগী ভর্তি রয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এদের মধ্যে পুরুষ ৭জন ও নারী ২জন । কিছুটা আশঙ্কাজনক অবস্থা ২ জনের। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন, গতকাল শুক্রবার দিন পর্যন্ত হাসপাতালে করোনা সন্দেহে রোগী ছিলেন ৭ জন। গতকাল রাতে সদর উপজেলার একটি ইউনিয়নের আরো ২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে জ্বর, সর্দি, কাশির পাশাপাশি রয়েছে কিডনী ও ফুসফুসে নানা সমস্যা। এছাড়া অপর একজনের অবস্থাও অনেকটা আশঙ্কাজনক রয়েছেন বলে জানান তিনি। জানা গেছে, হাসপাতালে ভর্তি ৯ জনের মধ্যে ৪ জনই সদর উপজেলার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।