বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শনিবার সকালে একটি মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এতে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় একটি বাড়ি লকডাউন করে দিয়েছে এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এসিষ্ট্যান্ট হাজিফ জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পীরগঞ্জে আসা ১২ জনকে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একজনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। তাদের মধ্যে ৭ জন জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় শুক্রবার বিকেলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, তাদের সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি শহরের রঘুনাথপুর এলাকায় হওয়ায় তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে এলাকাবাসী। ২৪ঘন্টা পরে জানা যাবে তারা করোনায় আক্রান্ত কিনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।