Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ নাগরিকদের ফিরিয়ে না নিলে দেশগুলোর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা-ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৩:৪১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে, যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকার করছে বা অযৌক্তিকভাবে বিলম্ব করছে সেসব দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওকে দেয়া স্মারকলিপিতে ট্রাম্প চলমান করোনভাইরাস মহামারী এবং ‘আমেরিকার আইন লঙ্ঘনকারী বিদেশী নাগরিকদের প্রত্যাবাসন’ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, পম্পেওকে অবশ্যই সাত দিনের মধ্যে ‘ভিসা নিষেধাজ্ঞার একটি পরিকল্পনা শুরু করতে হবে’ যদি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কোনও দেশকে চিহ্নিত করে যারা তাদের নাগরিকদের গ্রহণ করছে না বা নিতে বিলম্ব করে ‘চলমান মহামারীর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ’ নিতে ব্যর্থ হয়েছে। আদেশে কোনও দেশের নামকরণ করা হয়নি।

করোনা মহামারীর করাণে এর আগে ট্রাম্প প্রশাসন ২১ মার্চ নতুন সীমান্ত বিধি প্রয়োগ করেছিল। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ