Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে দুই প্রতিষ্ঠান ছাঁই

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১২:৪৬ পিএম
লক্ষ্মীপুরে রাতে আঁধারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে দুই দোকানের প্রায় ২ থেকে ৩ লাট টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। শনিবার (১১এপ্রিল) ভোররাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে চরভূতা গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে।
 
জানাযায়, ভোররাতে হঠাৎ স্থানীয় আবুল কালামের কীটনাশক (সার) দোকান ও আবুল বাশারের চা-দোকানে আগুন দেখতে পেয়ে চতুর্দিক থেকে মানুষ এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পূর্বে দুই দোকানের মালামাল পুড়ে যায়।
 
সার দোকানদার আবুল কালামের দাবি গতকাল শুক্রবার বিকেলে তাদেরে দোকানের সামনে একটি খেলার মাঠে শিশু-কিশোর’র খেলাধুলা করে। এসময় আবুল কালাম তাদেরকে খেলাধুলা না করার জন্য বাধা দেয়। এতে শিশুকিশোর’রা ক্ষিপ্ত হয়ে তার সাথে অশীল-আচারণ করে। রাতে তারা তার দোকানে আগুন দিয়েছে বলে তার দাবি।
 
স্থানীয় ইউপি সদস্য মোসলে উদ্দিন বাহার বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল বিকেলে খেলাধুলাকে কেন্দ্র স্থানীয় ছেলেপেলের সাথে বাকবিতণ্ডা ঘটে। তবে দোকানীকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ