Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতদিনের ব্যবধানে ব্রাজিলে মৃতের সংখ্যা তিনগুণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫৯ এএম

সারাবিশ্বের মতো ব্রাজিলেও হু হু করে বাড়ছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে মাত্র সাতদিনের ব্যবধানেই প্রায় তিনগুণ হয়েছে করোনায় মৃতের সংখ্যা। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, গত ৩ এপ্রিল সেখানে মৃতের সংখ্যা ছিল ৩৫৯ জন। কিন্তু মাত্র এক সপ্তাহ পরেই ১০ এপ্রিল মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১৯ হাজার ৯৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১৭৩ জন।
ব্যাপক সমালোচনা সত্ত্বেও করোনার বিস্তার রোধে কোনোধরনের নিষেধাজ্ঞা বা লকডাউন দিতে রাজি হননি ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তার দাবি, মহামারির চেয়ে অর্থনৈতিক সংকট বেশি ভয়াবহ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বোলসোনারোও করোনাভাইরাসকে ‘ছোট ফ্লু’ বলে উপেক্ষা করছেন। এমনকি কিছু কিছু অঞ্চলের গভর্নর করোনার বিস্তার ঠেকাতে সেলফ-আইসোলেশন নির্দেশনা জারি করলে সেটিও তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।
এ ধরনের অবজ্ঞা ও সতর্কহীনতার কারণে ব্রাজিলে করোনা পরিস্থিতি খুব শিগগিরই ভয়াবহ আকার ধারণ করতে পারে। মাত্র সাতদিনেই মৃতের সংখ্যা তিনগুণ হওয়া তারই শুরু বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



 

Show all comments
  • aiub ali ১১ এপ্রিল, ২০২০, ১২:৪৩ পিএম says : 0
    rog diyeche Allah aroggho dibeo tini
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ