মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনার ছোবল থেকে রক্ষা পেয়েছেন নেদারল্যান্ডসের ১০৭ বছর বয়সী একজন বৃদ্ধা। করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়ে ওঠার তালিকায় বিশ্বে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক।
কর্নেলিয়া রাস নামে ওই বৃদ্ধা গত ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন। ডাচ সংবাদমাধ্যম জানায়, ওইদিন ন্যাদারল্যান্ডসের একটি চার্চের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তার সাথে অংশগ্রহণকারী আরো ৪০ জন করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত আক্রান্ত ৪০ জনের ১২ জনই মারা গেছেন।
কর্নেলিয়ার এক স্বজন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানান, আমরা আশাই করিনি তিনি বেঁচে যাবেন। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার সুস্থ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ১০৪ বছর বয়সী বৃদ্ধা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।