মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনায় আক্রান্ত হওয়া বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫ বছর বয়সী জনসনকে গত সোমবার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাকে কৃত্তিম উপায়ে অক্সিজেন দেয়া হয়। বৃহস্পতিবার তার কার্যালয় জানিয়েছে, তিনি স্থিতিশীল আছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় গত ২৩শে মার্চ থেকে তিন সপ্তাহের লকডাউনে রয়েছে বৃটেন। এই লকডাউনের সময়সীমা বৃদ্ধির চিন্তা করছে বৃটিশ সরকার। সরকারের জরুরি কোবরা কমিটি বৃহস্পতিবার এক বৈঠকে লকডাউনের কার্যকারিতা নিয়ে আলোচনা করেছে। তবে লকডাউন বৃদ্ধি করা হবে কিনা সে ব্যাপারা কোনো চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।দ্য নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।