Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনের প্রধানমন্ত্রীর দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনাভাইরাস মহামারিকে আগুন হিসেবে উল্লেখ করে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলছেন, আগুন নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে। করোনাভাইরাসে বিরুদ্ধে স্পেন সর্বাত্মক জয়ী হবে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পেড্রো এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশটির পার্লামেন্টে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। ইউরোপে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা স্পেনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন। স্পেনের চেয়ে একমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ২৩৮ জন। ইউরোপের অনেক নেতার মতোই স্পেনের প্রধানমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে আগাচ্ছে বলে মনে করছেন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আগামী সপ্তাহ থেকে লকডাউন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। বিধিনিষেধ প্রত্যাহারে ইউরোপিয়ান কমিশন একটি সম্ভাব্য রোডম্যাপ গড়ে তুলতে সমন্বয় করছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ