পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতি মোকাবিলার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষিত ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। তবে এ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করাটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিএসই। এ জন্য সরকারি ও বেসরকারি জনবল সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের পরামর্শ দেয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশের দুটি পুঁজিবাজারই বন্ধ আছে। আমরা আশা করছি, এই প্রণোদনা প্যাকেজটি কার্যকর হলে যখন পুঁজিবাজার তার কার্যক্রম শুরু করবে। তখন এর পজিটিভ প্রভাব দেখতে পাবে। গত ৫ এপ্রিল এক সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামগ্রিক অর্থনীতির জন্য ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজটি যথেষ্ট সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে সিএসইর পরিচালনা পরিষদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।