পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চ‚ড়ান্ত করা হয়েছে। এর মধ্যে চারটি নতুন কোম্পানি যুক্ত হয়েছে। নতুন এই ইনডেক্স আগামী ২১ আগস্ট থেকে কার্যকর হবে। নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত। চ‚ড়ান্ত ৫০ ইনডেক্সের কোম্পানিগুলো হলোÑ আফতাব অটোমোবাইলস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, এবি ব্যাংক, এসিআই, ব্যাংক এশিয়া, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডেসকো, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, জিপিএইচ ইস্পাত, জিপি, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, যমুনা অয়েল কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, স্যোসাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট পাওয়ার, দ্য সিটি ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, উত্তরা ব্যাংক মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পূবালী ব্যাংক, আরএকে সিরামিকস বাংলাদেশ এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।