মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গোটা ভারতকেই চেপে ধরেছে করোনাভাইরাস। গতকাল পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ সংক্রমিত এই রোগে। মৃত্যুর সংখ্যা ১৬০ পেরিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের এই পরিসংখ্যান বাড়ছে। এরই মধ্যে আবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ভারতজুড়ে কয়েকটি গুজবও ছড়িয়ে পড়েছে।
আর এই পরিস্থিতিতে যে কোনও ধরণের গুজবই এড়িয়ে চলতে বলছেন সবাই। কিন্তু যেভাবে মুসলিমদের নিয়ে করোনাভাইরাস সংক্রান্ত নানা অপপ্রচার চলছে সেই বিষয়ে এবার গর্জে উঠলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
ওয়াইসি’র সমালোচনামূলক টুইটের টার্গেট এবার শাসক দল বিজেপি। তিনি বলেন যে, মুসলিমদের দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার দায়ভার বিজেপি ঠেলে দিচ্ছে। প্রকৃত সত্য হচ্ছে বিজেপি গোটা ভারতে করোনার কারনে জারি করা লকডাউনের সমালোচনা এড়াতেই মসিলিমদের টার্গেট করেই ওই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
আসাউদ্দিন ওয়াইসি টুইটে লেখেন, ‘অপরিকল্পিতভাবে লকডাউনের সমালোচনা এড়াতে এবং নতুন করে কোবাইড-১৯ এর সংক্রমণে ব্যর্থ সরকার মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এসব করছে। বিজেপি প্রচারকদের জানা উচিত যে এভাবে হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ডের মাধ্যমে করোনাভাইরাসকে হারানো সম্ভব নয়...। মুসলিমদের টার্গেট বানিয়ে অভিযুক্ত করলেই করোনাভাইরাসের ওষুধ মিলবে না। আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্পও হতে পারে না...।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।