Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনা রোগী সন্দেহে ভারতে এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে ভয়ানক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে পশ্চিবঙ্গের মানিকতলার ১৫ নম্বর বস্তিতে। মারধরের শিকার ওই বৃদ্ধের নাম নারায়ণ চৌরাসিয়া। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধের লিভারের সমস্যায় ভুগছিলেন। স¤প্রতি তাকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পাড়ারই লোকজন। সোমবার সকালেই বৃদ্ধকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তাকে বাড়ি পৌঁছে দিয়ে পরিবারের লোকজন চলে যেতেই বেরিয়ে পড়েন বৃদ্ধ। হাঁটতে হাঁটতে চলে যান ১৫ নম্বর বস্তিতে। ঠিক তখনই ঘটে বিপত্তি। পাড়াজুড়ে হুলস্থুল পড়ে যায়। সবাই তাকে দেখে ‘করোনা রোগী! করোনা রোগী!’ বলে চিৎকার করতে থাকে। কেউ লাঠি হাতে তেড়ে যায় তাকে মারতে। কেউ আবার বাড়িতে ঢুকে পড়া আটকাতে তিনি কাছাকাছি যেতেই বন্ধ করে দেয় দরজা-জানালা! এ সময় বৃদ্ধের দুহাতেই স্যালাইনের চ্যানেল, মাথায় সার্জিক্যাল ক্যাপ ও মুখে মাস্ক দেখে তাকে করোনা রোগী ভেবে বেঁধে ফেলা হয় গাছের সঙ্গে। এর পর চলে অমানসিক নির্যাতন। পরে এলাকার এক ব্যক্তি চিনতে পারেন ওই বৃদ্ধকে। বৃদ্ধের পাড়ার লোক তাকে উদ্ধার করে নিয়ে যায়। মানিকতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দাবি, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই দেখছি।’ এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ