মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের বিস্তার রোধে নিউজিল্যান্ডে চলছে চার সপ্তাহের লকডাউন। আর সেই লকডাউন না মেনে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে যান নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। পরে অবশ্য ভুল বুঝতে পেরে তিনি নিজেই নিজেকে ‘নির্বোধ’ বলেছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অ্যাসোসিয়েট ফিন্যান্স মিনিস্টারের পদ হারাতে হয় তাকে।
এর আগে আইসোলেশনে থাকার নির্দেশ ভেঙে পাহাড়ে বাইক চালাতে গিয়েছিলেন তিনি। এবার নিজেই স্বাস্থ্যমন্ত্রী হয়ে এই কঠিন সময়ে লকডাউন ভেঙে সপরিবারে গাড়ি চালিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে যান ডেভিড ক্লার্ক।
এ কারণে তাকে বরখাস্ত করা উচিত বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে তাকে পুরোপুরি বরখাস্ত না করে সহকারি অর্থমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
একজন সেলেব্রিটি হয়ে এ ধরনের আচরণ করাটা মেনে নেওয়ার মতো নয় বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের রাগবির চিফ এগজিকিউটিভ মার্ক রবিনসন। গত ২৫ মার্চ থেকে সে নিউজিল্যান্ডে চার সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।