Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতঙ্ক যখন ভয়ঙ্কর হয়ে ওঠে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনা ভাইরাস আতঙ্কে বিশ^জুড়ে ঘটে যাচ্ছে অনেক হৃদয়বিদারক ঘটনা। একদিকে করোনায় মৃত্যু, অন্যদিকে আক্রান্ত- এ নিয়ে খবরের নিচে ঢাকা পড়ে যাচ্ছে ওইসব ঘটনার অনেকটা। তেমনই এক ঘটনা প্রকাশ করেছে লন্ডনের ডেইলি মেইল। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের (৫৪) বছর বয়সী এক ব্যক্তির সন্দেহ হয়- তার ও তার স্ত্রীর করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে। তাই তিনি প্রথমে গুলি করে হত্যা করেন স্ত্রীকে। এরপর নিজে আত্মহত্যা করেন। কিন্তু অবাক হওয়ার, গা শিউরে উঠার খবর কি জানেন! পরে তাদের নমুনা পরীক্ষা করে দেখা গেছে তাদের দেহে কোনো করোনা ভাইরাস সংক্রমণই নেই। এবার ভাবুন তো, করোনা ভাইরাস নিয়ে মানুষের মাঝে কি মাত্রায় প্যানিক বা পীড়া সৃষ্টি হয়েছে! কি পরিমাণ আতঙ্কে থাকলে এমন ঘটনা ঘটতে পারে! ওই দম্পতির বাস শিকাগোতে। ডেইলি মেইল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ