মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহ সেল্ফ আইসোলেশনে থাকলেও স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার রাতটা কেটেছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। তার দ্রæত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বিশ্বনেতারা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে টুইটে জনসনকে বন্ধু সম্বোধন করেছেন এবং এই কঠিন সময়ে ব্রিটিশ জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু বরিস জনসন, তোমাকে ও তোমার পরিবারকে নিয়ে আমি ভাবছি এবং সবসময় প্রার্থনা করছি। দ্রæত সেরে ওঠো। জাপানের জনগণ এই কঠিন সময়ে ব্রিটিশ জনগণের সঙ্গে আছে।’ ভাইরাস থেকে দ্রæত সুস্থ হয়ে উঠবেন জনসন, নিশ্চিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ‘প্রধানমন্ত্রী বরিস জনসন ভাইরাসের সঙ্গে ব্যক্তিগতভাবে লড়াই করছেন, এই সময়ে আমি ও আমার দেশের মানুষ তার মঙ্গল কামনা করছি। সব আমেরিকানরা তার জন্য প্রার্থনা করছে, সে আমার বন্ধু, একজন অমায়িক লোক এবং অসাধারণ বিশ্বনেতা।’ গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।