Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নীলফামারীতে চুরি যাওয়া মালামালসহ আন্তঃজেলা চোর দলের সদস্য গ্রেপ্তার

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৬:০২ পিএম

নীলফামারীতে চুরি যাওয়া মালামালসহ আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য মীর আলমকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের বোছাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মীর আলমকে গ্রেপ্তার করা হয় বলে জানান নীলফামারী সদর থানার পরির্দশক (তদন্ত) মাহমুদ উন নবী।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় নীলফামারী সদরের উত্তরা ইপিজেড সংলগ্ন হাজিপাড়া ময়দানের পার এলাকার মিজানুর রমানের বন্ধ থাকা ক্রোকারিজ দোকান চুরি যায়। ওই ঘটনায় মিজানুর রহমান রাতেই একটি মামলা দায়ের করলে চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযানে নামে সদর থানা পুলিশের উপ-পরির্দশক হারিছুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ।
এক পর্যায়ে পুলিশের ওই অভিযানিক দলটি সংগলশী ইউনিয়নের বোছাপাড়া গ্রামে মীর আলমের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ম্যাজিক চুলা একটি, রাইস কুকার তিনটি, সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা পাঁচটি, ডাবল বার্নার গ্যাসের চুলা পাঁচটি, ১০০ কেজি ওজনের দুটি চালের বস্তা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ