মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রায় পুরো বিশ্ব। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আতঙ্ক ও লাশের শহরে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গতকাল সোমবার (৬ই এপ্রিল) মারা গেছেন সাড়ে ১২শ' জন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারা যান নিউইয়র্ক অঙ্গরাজ্যে।
রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বললেন, তার রাজ্যে আক্রান্তের সংখ্যা কমলেও, বাড়তে পারে যেকোনো মুহূর্তে। তিনি বলেন, 'দুঃখিত কোন সুসংবাদ দিতে পারছি না,পরিস্থিতি এতটাই খারাপ। আমরা এখন করোনা সংকটের সর্বোচ্চ সময় পার করছি। তবে আশার কথা, মৃত্যুহার বেশি হলেও একই রকম থাকছে। সামনের সপ্তাহে কমে আসতে পারে তা।'
এরই মাঝে বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
দেশটিতে গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। সোমবার (৬ই এপ্রিল) মৃত্যু হয়েছে ১২৫৫ জনের। এর আগে, রবিবার (৫ই এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ১,১৬৫ জনের। আর, শনিবার (৪ঠা এপ্রিল) মৃতের সংখ্যা ছিলো ১৩৩১ জন। তার আগে, শুক্রবার (৩রা এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ১৩২১ জনের। অর্থাৎ গত চারদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হলো ৪,৯৮২ জনের।
এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১০,৯৪৩ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৭ হাজার ৬৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৭৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।