মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস রোধে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন স্কটল্যান্ডের মেডিকেল অফিসার ডা. ক্যাথেরিন ক্যালডারউড। কিন্তু লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলে তিনি নিজেই ঘুরতে বেরিয়েছিলেন। এ নিয়ে দেশটিতে বিতর্কের মুখে পড়ে পদত্যাগ করলেন এই স্কটিশ কর্মকর্তা।
কয়েকদিন আগে সাপ্তাহিক ছুটিতে স্বামীসহ নিজের আরেকটি বাড়িতে ঘুরতে যান। লকডাউনের সময় দুইবার তিনি এমন কান্ড ঘটান। রাজধানী এডিনবার্গ থেকে ঘণ্টাখানেক দূরত্বে দেশটির পূর্ব উপক‚লীয় ইয়ার্লসফেরি এলাকায় হলিডে হোমে যান ডা. ক্যাথেরিন।
লকডাউন অমান্য করার এই ঘটনার ছবি প্রকাশ পায় স্থানীয় সংবাদমাধ্যমে। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে বিতর্কের মুখে পড়েন ডা. ক্যাথেরিন।
এমন পরিস্থিতিতে করোনাভাইরাস নিয়ে ক্যাম্পেইন থেকে প্রকাশ্যে আসবেন না ক্যাথেরিন, জানান স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। এ ছাড়া তার বিরুদ্ধে সতর্কতা জারি করে স্কটিশ পুলিশ কর্তৃপক্ষও।
ক্যাথেরিনের এই কর্মকান্ড করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ও স্বাস্থ্য কর্মকর্তারা যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, সেটি ঝুঁঁকির মুখে পড়েছে বলে একমত হয় স্কটিশ সরকার।
গত রোববার এক সংবাদ সম্মেলনে ক্যাথেরিন বলেন, ‘আমি অন্যদের যে পরামর্শ দিয়েছিলাম, সেটি আমি নিজে অনুসরণ করেনি। এই জন্য সত্যিকার অর্থে আমি ক্ষমা চাচ্ছি। সে সাথে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে আমি পদত্যাগ করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।