গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, চলমান সঙ্কটে অবিলম্বে বিদ্যুত গ্যাস ও পানি বিল মওকুফ করুন। তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কর্মহীন ও দিনমজুর অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রিন্সিপাল মাদানী বাড়িওয়ালাদের প্রতি আবেদন রেখে বলেন, মানবিক বিষয় বিবেচনা করে গরীব ভাড়াটিয়াদের অন্তত এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করুন।
গতকাল সোমবার ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন শ্যামপুর ও কদমতলী থানার ৫৪ নং ওয়ার্ড বাড়ী এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণকালে প্রিন্সিপাল মাদানী এসব কথা বলেন।
হকার্স শ্রমিক আন্দোলন: হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন এক বিবৃতিতে বলেছেন, সরকার কর্মহীন মানুষের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছে। কিন্তু হকার ব্যবসায়ীরা কোন সাহায্য সহযোগিতা পাচ্ছে না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। নেতৃদ্বয় হকারদের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়াতে হকার্স নেতৃবৃন্দ আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।