Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা ঐক্যবদ্ধভাবে সফল হবো : ব্রিটেনের রানী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রোববার জাতির উদ্দেশে দেয়া বিরল এক টেলিভিশন ভাষণে করোনাভাইরাস মহামারীর মধ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রানী বলেন, আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করছি এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে যদি আমরা ঐক্যবদ্ধ এবং দৃঢ় থাকি তাহলে আমরা সফল হবো। ব্রিটেনের রানী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিক্রিয়া নিয়ে সামনের বছরগুলোতে আমরা গর্ববোধ করবো। উইন্ডসোর ক্যাসেলে আগে থেকে ধারণকৃত ওই ভাষণে রানী যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসের ফ্রন্টলাইন কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, যখন যুক্তরাজ্য সেবা ও জরুরি কর্মীদের ধন্যবাদ জানাতে একসঙ্গে এগিয়ে এসেছে, এটি আমাদের জাতীয় স্পৃহার অভিব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এসময় রানী বলেন, এই ‘চ্যালেঞ্জিং’ সময় তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার জাতির উদ্দেশে ভাষণকে মনে করিয়ে দিচ্ছে। অপর এক খবরে বলা হয়, নভেল করোনাইভাইরাস পরীক্ষায় পজেটিভ আসার ১০ দিন পরও লক্ষণ অব্যাহত থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও ব্রিটিশ সরকার প্রধান হিসেবে তিনি এখনও দায়িত্বে আছেন বলে নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসে পরীক্ষায় জনসনের দেহে করোনাভারাস শনাক্ত হয়েছিল। তারপর থেকে ডাউনিং স্ট্রিটের বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু ১০ দিন পার হওয়ার পরও শরীরে জ্বর থাকায় পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা দরকার বলে মনে করেন তার ব্যক্তিগত চিকিৎসক। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ