Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এদের রুখবে কে! লকডাউনের মধ্যেই নোয়াখালীর হাট বাজারে লোক সমাগম

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১:২০ পিএম

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে স্থানীয় প্রশাসন জোর প্রচারণা অব্যাহত রেখেছে। সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তৎপর রয়েছে। তা সত্বেও নোয়াখালীর হাটবাজারে লোকজন দিব্যি আরামে ঘুরাফেরা করছে।

শুধু জেলা শহর নয়, বরং গ্রামগঞ্জ ও প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারগুলোতেও একই অবস্থা। কেউ কারো কথা শুনছে না। পুলিশ রাস্তায় নেমে হালকা লাঠিপেটা করছে। কিন্তু পুলিশ চলে যাবার পর ফের হাটবাজার ও সড়কে লোক সমাগম আগেও মতোই ঘটছে। এমন দৃশ্য দেখে মনে হয়, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে সচেতনতাবোধ অভাব রয়েছে।

হাটাবাজার ও সড়কে যারা অকারণে ঘুরাফেরা করছে, তাদের অধিকাংশের মাস্ক, গ্লাভস কিছুই নেই। কোন কারন ছাড়াই এরা রাস্তায় আড্ডা জমিয়েছে। স্থানীয় প্রশাসন ও মিডিয়ার ব্যাপক প্রচারণা এরা কর্ণপাত করছে না।

প্রবাসী অধ্যূষিত নোয়াখালীতে এ পর্য্যন্ত করোনারোগী পাওয়া না গেলেও জনসাধারন চরম ঝুঁকের মধ্যে রয়েছে। গত দেড় মাসে প্রায় দেড় লক্ষাধিক প্রবাসী বাড়িতে আসে। এদের অধিকাংশ ঘর বাড়িতে অবস্থান করলেও অনেকে সরকারী নির্দেশ মানছে না।

উল্লেখ্য, ইতালি, স্পেন ও আমেরিকায় ৫৫দিন পূর্বে করোনা সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে প্রায় পৌণে দুইমাস পর এসব দেশে করোনাভাইরাস মহামারী আকারে রুপ নেয়। প্রায় সর্বক্ষেত্রে উন্নত এসব দেশ করোনায় নাকাল। অথচ আমাদের দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হলে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় লকডাউন আরো অন্তত একমাস বর্ধিতকরণ এবং সড়ক ও হাটবাজারে লোক সমাগত ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহনের পক্ষে মতামত ব্যক্ত করেছে এখানকার সচেতন মহল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ