Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে উদারতা দেখাল পাকিস্তান

আকাশসীমা ব্যবহারে অনুমতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

কাশ্মীর ইস্যুতে সম্পর্ক তলানীতে যেয়ে ঠেকলেও ভারতের প্রতি উদারতা দেখাল পাকিস্তান। তারা এয়ার ইন্ডিয়ার বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহারে স্বাগত জানিয়েছে। শুধু তাই নয়, করোনাভাইরাসের আবহে যে ভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া, তার প্রশংসাও করেছে তারা।

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই নানা প্রান্তে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের কাজ চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। ইতালি, ইরান, চীন-সহ করোনাভাইরাস সংক্রমিত বেশ কিছু দেশ থেকে ভারতীয়দের উদ্ধারের পাশাপাশি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার মতোও কাজ করছে তারা। এমনকি, ভারতে আটকে থাকা বিদেশি নাগরিক এবং পর্যটকদের বিশেষ বিমানে সংশ্লিষ্ট দেশে পৌঁছে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। করোনা সঙ্কটের মধ্যে এই উদ্ধারকাজ চালিয়ে যাওয়ায় অনেক দেশের প্রশংসা পেয়েছে ভারতের এই বিমান সংস্থাটি। এ বার তাদেরকে প্রশংসা করল পাকিস্তানও। শুধু প্রশংসা করাই নয়, বদান্যতা দেখিয়ে নিজেদের আকাশপথ ব্যবহারেরও অনুমতিও দিয়েছে দেশটি। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, গত ২ এপ্রিল তাদের একটি বিমান মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল। পাকিস্তানের আকাশসীমায় ঢোকার পর সে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলটরা। সেখান থেকে উত্তর আসে ‘পাকিস্তানের আকাশে স্বাগত আপনাদের।’ পাক এটিসি থেকে এর পর বলা হয়, ‘এ রকম একটা বৈশ্বিক অতিমারির আবহেও কাজ চালিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য আমরা গর্বিত।’

এয়ার ইন্ডিয়াকে আকাশসীমা ব্যবহার করারও অনুমতি দিয়েছে পাকিস্তান। এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়, করাচির আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়ায় যাত্রাপথের ১৫ মিনিট সময় বেঁচে গিয়েছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন ইরানের আকাশপথে ঢোকে, সে দেশের এটিসির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পাইলটরা। তখন পাকিস্তান এটিসি ইরানের সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিমানের যোগোযোগ করিয়ে দেয়। অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে ইরানও সহযোগিতা করে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ফলে নির্ধারিত সময়ের অনেকটা আগেই ফ্রাঙ্কফুর্টে পৌঁছে যায় বিমানটি। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড।



 

Show all comments
  • Shameem Ahmed ৬ এপ্রিল, ২০২০, ১:৩০ এএম says : 0
    মুসলিমরা সব সময় উদারই হয়। এটা আল্লাহর হুকুমেই হয়।
    Total Reply(0) Reply
  • Mojibur Rahman ৬ এপ্রিল, ২০২০, ১:৩০ এএম says : 0
    পাকিস্তানের কাছ থেকে চা ওয়ালাদের শিক্ষা নেয়া উচিৎ!! অথচ গতকাল ও কাশ্মীরে নিরীহ জনগণের উপর গুলি করেছে চা ওয়ালার বাহীনি, কতো নিকৃষ্ট মনের ওরা, ছিঃ!!
    Total Reply(0) Reply
  • Md Redwan Alam Meem ৬ এপ্রিল, ২০২০, ১:৩০ এএম says : 0
    আসুন সবাই উদার হই। আল্লাহ আমাদের সাথে উদার হবেন। আবার দুনিয়া শান্তির দুনিয়া হবে।
    Total Reply(0) Reply
  • Abduz Zaher ৬ এপ্রিল, ২০২০, ১:৩০ এএম says : 0
    ইন্ডিয়াকে উদারতা দেখিয়ে লাভ নেই।
    Total Reply(0) Reply
  • Momin Ullah ৬ এপ্রিল, ২০২০, ১:৩০ এএম says : 0
    মুসলিম কখনো হিংসুটে হীনমন্য হয়না।এটাই তার প্রমাণ।
    Total Reply(0) Reply
  • Saeed Md Humayun Kobir ৬ এপ্রিল, ২০২০, ১:৩১ এএম says : 0
    উদারতা শয়তান‌কে দে‌খি‌য়ে কোনও লাভই নেই । এ‌তে বরং শয়তা‌নের শয়তানীই বা‌ড়ে
    Total Reply(0) Reply
  • Takfi Ziara ৬ এপ্রিল, ২০২০, ১:৩১ এএম says : 0
    এতো উদারতার পুরস্কার ওরা কাশ্মীরে নারী পুরুষের রক্তে লিখে দেব। দুদিন পরেই সব ভুলে যাবে।
    Total Reply(0) Reply
  • Joshim Uddin Sumon ৬ এপ্রিল, ২০২০, ১:৩১ এএম says : 0
    দেখো আবার করোনাযুক্ত মাস্ক ফেলোনা বিমান থেকে।
    Total Reply(0) Reply
  • imam hasan ৬ এপ্রিল, ২০২০, ১২:৩১ পিএম says : 0
    ইন্ডিয়া হল সাপের মত যত দুধ কলায় দেওয়া হোক না কেন ছোবল মারবে আর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ