Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিকের ঢলে সংক্রমণের শঙ্কা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

টানাছুটি অঘোষিত শাটডাউনে চট্টগ্রামে হঠাৎ করে শ্রমিকের স্রােত করোনা সংক্রমণের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। এতে শিল্পাঞ্চল শ্রমিকদের বসতি এলাকাসহ নগরজুড়ে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার সকাল থেকে রাস্তায় রাস্তায় গার্মেন্টস শ্রমিকের ভিড়।

গণপরিবহন বন্ধ থাকায় চাকরি বাঁচাতে হাজার হাজার শ্রমিক হেঁটেই কারখানামুখি হন। তৈরী পোশাক মালিকদের এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষ। মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায় দায়িত্বপালনরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারাও এই ঘটনায় বিব্রত।

বিজিএমই সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে ৯৫টি কারখানা খোলা ছিল, যার ৫০টি পোশাক কারখানা। ইপিজেডের বাইরে আরও অর্ধশত তৈরী পোশাক কারখানা চালু হয়। এসব কারখানার কয়েক হাজার শ্রমিক শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম আসে। তারা কারখানামুখি হলে দুটি ইপিজেড এবং নগরীর অন্যান্যা শিল্প এলাকায় রাস্তায় ভিড় লেগে যায়। শ্রমিকরা বলছেন, ৫ তারিখ অফিস খুললে বেতন দেওয়া হবে এমন ঘোষণা দেয় মালিকরা। এই কারণে তারা গ্রাম থেকে চলে আসেন। কেউ বলছেন সরকারের প্রণোদন ঘোষণার খবরে গার্মেন্টস শ্রমিকরাই দলে দলে শহরে ছুটে আসে। এদিকে জন্মস্থান চট্টগ্রামেই গার্মেন্টস খাতের অবস্থা এ মুহূর্তের শোচনীয় ও অনিশ্চিত বলে জানিয়েছেন বিজিএমইএ’র পোর্ট ও শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। তিনি ইনকিলাবকে বলেন, চীনে অবস্থার উন্নত হওয়ার সাথে সাথে শিডিউল অনুযায়ী একের পর এক কাঁচামাল বোঝাই জাহাজ আসছে। সে সাথে আগে আমদানি করা কাঁচামালও বন্দর জটে আটকা আছে। তৈরি পোশাকের ৯০ ভাগই রফতানি হয় ইউরোপ ও আমেরিকায়। কিন্তু সেসব দেশের অবস্থা ভয়াবহ হওয়ায় সব অর্ডার বাতিল হয়ে গেছে। এ অবস্থায় চরম সঙ্কটে তৈরি পোশাক মালিকরা। মালিকরা আপদকালীন অর্থনৈতিক প্রণোদনা দিতে শতভাগ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, তবে এজন্য সবাইকে চূড়ান্ত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ