Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ষষ্ঠ টেস্টে করোনামুক্ত

আউটলুক ইন্ডিয়া | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

‘বেবি ডল’ খ্যাত বলিউড গায়িকা কণিকা কাপুরের করোনাভাইরাস পরীক্ষার ফল অবশেষে নেগেটিভ এল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার পরিবার ও ভক্তরা। পঞ্চমবার পর্যন্ত ফল পজিটিভ আসার পর গত শনিবার আবার পরীক্ষা করা হয়। ষষ্ঠ দফার রিপোর্ট নেগেটিভ এসেছে।
তবে এখনই কণিকাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। লখনৌয়ের যে সরকারি হাসপাতালে তিনি ভর্তি, সেখান থেকে জানানো হয়েছে নেগেটিভ আসার পর আবারও কণিকার পরীক্ষা করা হবে। সেখানেও নেগেটিভ এলে তবেই ছাড়া হবে।
গত ২০ মার্চ হাসপাতালে ভর্তি হন কণিকা। প্রথমবার পরীক্ষার ফল তার পরিবারের সদস্যরা মানতে চাননি। ফলে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সে ফলও পজিটিভ আসায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মার্চের শুরুতে লন্ডন থেকে ভারতে ফেরেন এই গায়িকা। এরপর ৩০০ অতিথিকে নিয়ে পার্টিও দেন। সেখানে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সংস্কৃতি অঙ্গনের অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ