নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এমন অবস্থায় করোনা সতর্কতায় বিশ্বের প্রায় সব খেলাই স্থগিত হয়ে গেছে। কিন্তু ব্যতিক্রম তাজিকস্তানে। করোনার প্রকোপের মাঝেই নতুন ফুটবল মৌসুম শুরু করেছে মধ্য এশিয়ার দেশটি।
পরশু মাঠে গড়িয়েছে তাজিক সুপার কাপ। মৌসুম শুরু করলেও দর্শকদের খেলা দেখার ব্যবস্থা রাখা হয়নি। দর্শকশূন্য মাঠে জয় দিয়ে শুরু করেছে লিগ চ্যাম্পিয়ন ইস্তিকলল দুশানবে। পিছিয়ে পড়েও খুজান্দকে ২-১ গোলে হারিয়েছে তারা। তাজিকস্তানই একমাত্র দেশ নয়, যারা বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই কঠিন সময়েও ফুটবল ম্যাচ চালিয়ে যাচ্ছে বেলারুশ, নিকারাগুয়া ও বুরুন্ডি। তাজিকস্তান লিগ শুরুর সাহস দেখিয়েছে মূলত তাদের দেশের স্থিতিশীল অবস্থার কারণে। বিশ্বের ২০০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত তাজিকস্তানে করোনা আক্রান্ত কোনো রোগী সনাক্ত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।