Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ, আহত ১৫

সরিষাবাড়ী (জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৬:৩৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উচ্চগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সামছুল হক ও প্রতিবেশি হাসমত আলীর মধ্যে আবাদী জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার সকালে সামছুলের সমর্থকরা হাসমতের আত্মীয় ব্যবসায়ী সৌরভ ও আমিনুলকে সানাকৈর বাজারে আটকে রাখে। পরে বাজার কমিটি তাদের ছাড়িয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তারা বাড়িতে যাওয়ার পথেই সামছুলের সমর্থকদের সাথে দেখা হলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে হাসমত আলী (৪৫), মামুনুর রশিদ (২২), সামছুল হক (৬৫), জুলহাস (৫৫), আইমুনা বেগম (৬০), জাকির হোসেন (৫০), ওয়াদুদ (২৮), আইয়ুব (৪৮), নিজাম উদ্দিন (২২), সৌরভ (৩৫), আমিনুলসহ (৩৬) উভয়পক্ষে অন্তত ১৫ আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত হাসমত আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ