মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দেশটির দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে।
টুইটারে দেওয়া পোস্টে রাজপক্ষে বলেন, গত দুই সপ্তাহ দুই হাজার ৯৬১ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। বার অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটি, বিচার বিভাগ ও কারা বিষয়ক মন্ত্রীর সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্ত বন্দিদের কেউ ছোটখাটো অপরাধের জন্য সাজা খেটেছে। আবার কেউ ইতোমধ্যেই সাজার বেশিরভাগ অংশ ভোগ করেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সরকারি হিসাবে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৬। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।