মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাড়ছে মৃতের সংখ্যাও। আক্রান্ত ও মৃতের সংখ্যা ছাড়াচ্ছে রেকর্ড।
শুক্রবার একদিনেই দেশটিতে ২৯ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। প্রাণ হারিয়েছে ১০৯৪ জন। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে যা দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা।
অবশ্য ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৩২০। আর আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৮।
এর আগে গেল বুধবার দেশটিতে সর্বোচ্চ ১০৪১ জন মারা গিয়েছিল। সেটাকে পেছনে ফেলে গেল শুক্রবার সেখানে মৃত্যুবরণ করেছে ১০৯৮ লোক। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৭ জন ছাড়িয়েছে। স্বপ্নের দেশ, বহুল কাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৪৭৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।