Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১ সাবেক মেম্বারের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’দলের সংঘর্ষে তানভীর (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সলিম মিয়ার ছেলে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। পুলিশ জানায় দুপুরে বাহাদুর পুর গ্রামে জমিতে মাটি কাটা নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। আহত তানভীরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে শনিবার ভোরে জেলার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে মোস্তফা কামাল নামে এক সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। পরে ভোরে গ্রামের একটি সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ