Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্চুয়াল ক্লাস ও করোনা ভাইরাস স্বাস্থ্য সুরক্ষায় মোবাইল অ্যাপ তৈরী করলেন এক ক্ষুদে শিক্ষার্থী

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৯:১৩ পিএম

করোনা ভাইরাসের কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ। ছাত্র- ছাত্রীরা নিজ নিজ বাসায় অবস্থান করছে। এ অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সংসদ টিভি প্রোগ্রামের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস চালিয়ে যাচ্ছেন। বিষয়টিকে কেন্দ্র করে একটি রুটিনও দেয়া হয়েছে। ভার্চুয়াল ক্লাস সরকারের একটি মহতি উদ্যোগ বলে মনে করেন দেশের শিক্ষার্থী ও অভিবাবকগণ। শিক্ষকগণ ও এ পোগ্রামকে স্বাগত জানিয়েছেন। কিন্তু এ ক্লাসের সুবিধা যেন সব শিক্ষার্থী সমানভাবে ভোগ করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজর দেয়া প্রয়োজন। কারণ দেশের সব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থীর বাড়িতে বিদ্যুৎ নেই, নেই সবার ঘরে টেলিভিশন । তাই এ মহতি উদ্যোগের সুফল যেন সবাই পেতে পারে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিভিন্ন মহল একটি মোবাইল অ্যাপ তৈরির জন্য অনুরোধ করে আসছেন। যাতে শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাসের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারেন। 

অত্যন্ত আনন্দের সু সংবাদ যে, এই বিষয়কে গুরুত্ব দিয়ে “করোনাভাইরাস স্বাস্থ্য সুরক্ষা” নামে একটি মোবাইল অ্যাপ তৈরী করেছেন গাজীপুর জেলার রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী। মোবাইল অ্যাপ তৈরি কারী ওই শিক্ষার্থীর নাম মোঃ লাবিব বিন হাসান। গ্রামের বাড়ি কাপাসিয়ার ফুলবাড়িয়া। তাঁর পিতা নাজমুল হাসান কবির নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর দাখিল মাদ্রাসার সুপার।
তার তৈরী অ্যাপটি এই লিংক https://bit.ly/2w61GSG থেকে ডাউনলোড করে সকলে ব্যবহার করতে পারবেন। অ্যাপ তৈরিকারী শিক্ষার্থী লাবিব হাসান জানান, আমি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২০ (বিজ্ঞান প্রকল্প) এ আমাদের স্কুল থেকে অংশ গ্রহণের জন্য অ্যাপটি নির্মাণ করেছি।
আমার অ্যাপ এর বৈশিষ্ট হলোঃ
1. হোম করেন্টাইন এবং ছুটিতে শিক্ষার্থীরা অনলাইনে লাইভ ক্লাস ও রেকর্ডিং ক্লাসে অংশ নিতে পারবে।

2.করোনাভাইরাসের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে জানতে পারবে।

3. ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সর্বশেষ সংবাদ জানতে পারবে।

4. সরাসরি WorldOmeters এ আক্রান্ত ব্যাক্তির সংখ্যা লাইভ দেখতে পারবে।

5. আইইডিসিআর এর হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবে।

6. মোবাইল ফোনের জিপিএস এর মাধ্যমে নিকটস্থ হাসপাতাল আনুসন্ধান করতে পারবে।

7. ব্যবহারকারীর করোনাভাইরাস স্পর্কিত যে কোন জিজ্ঞাসার সমাধান পেতে পারবে।



 

Show all comments
  • Rashed ৪ এপ্রিল, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
    may Allah grant us protection, knowledge, and Unity just being at home!
    Total Reply(0) Reply
  • মো:নাজমুল হাসান ৫ এপ্রিল, ২০২০, ১০:১৩ এএম says : 0
    অ্যাপ তৈরিকারী শিক্ষার্থীর সফলতা কামনা করছি।
    Total Reply(0) Reply
  • নাজমুল হাসান ৭ এপ্রিল, ২০২০, ৯:৫১ পিএম says : 0
    may Allah grant us protection, knowledge, and Unity just being at home!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ