Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা পরিস্থিতিতেও ইয়াবার ব্যবসা, বগুড়ায় গ্রেফতার ১

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৪:৪৭ পিএম | আপডেট : ৫:৫১ পিএম, ৪ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতিতেও চলছে মাদকের কেনা বেচা। চলছে মাদক কারবারিদের আনাগোনা।
ধরাও পড়ছে পুলিশের হাতে।
এমনি একটি ঘটনায় শনিবার দুপুরে বগুড়া সদরের ৪ মাথা বাস টার্মিনাল এলাকায় বগুড়া ডিবির হাতে ধরা পড়েছে এক আন্তজেলা
ইয়াবার কারবারি।
তার কাছে পাওয়া গেছে ২ হাজার পিস ইয়াবা। তার নাম শাহ সেলিম মাতবর ( ৪৭)। সে শরিয়তপুর জেলার জাজিরা থানার জাবেদ আলী মাতবরের পুত্র।
বগুড়ার ডিবি ইনচার্জ ইন্সপেক্টর আসলাম আলী জানিয়েছেন, ধৃত ইয়াবা কারবারির মনে হয়েছিল করোনা পরিস্থিতিতে আইন শৃংখলা বাহিনীর ব্যস্ততার সুযোগে সে বগুড়ায় এসে ভালো দাঁও মারবে।
এই আন্তজেলা ইয়াবা কাররারির বিচরন এলাকা ঢাকা কুমিল্লা।
ওই অঞ্চলের বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।
ধৃত ব্যক্তিকে এখন ইন্টরগেশন করা হচ্ছে।
বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলাও করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ