মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তিন দিনের মাথায় মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ গিটারবাদক বাকি পিৎজারেলি (৯৪)। গত বুধবার নিউ জার্সির স্যাডল রিভারে নিজের বাড়িতে তিনি মারা যান।
তিনি ১৯২৬ সালের ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। বাকির পেশাদার জীবন শুরু হয় ১৭ বছর থেকে। ১৯৪৪ সালে ভন মনরো ড্যান্স ব্যান্ডে একজন গিটারবাদক হিসেবে যোগ দেন।
তার সুদীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং বিল ক্লিন্টনের সঙ্গে বাজিয়েছেন। বিখ্যাত শিল্পীদের মধ্যে কাজ করেছেন ফ্রাঙ্ক সিনাত্রার সঙ্গে। এছাড়াও হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের জন্য নিয়মিত গিটারও বাজাতেন এই শিল্পী।
বাকি পিৎজারেলির দুই ছেলেও গিটারবাদক। ছেলে জন পিৎজারেলি বাবার মতোই একজন জ্যাজ গিটারবাদক আর আরেক ছেলে মার্টিন পিৎজারেলি বেজ গিটারবাদক। সূত্র : ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।