মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারে (রণতরী) করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উর্ধ্বতনদের নেয়া পদক্ষেপ পর্যাপ্ত নয় দাবি করায় বরখাস্ত হয়েছেন দেশটির নৌবাহিনীর এক ক্যাপ্টেন। তিনি পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী ইউএসএস থিয়ডর রুজভেল্টের কমান্ডার ছিলেন।
ক্যাপ্টেন ব্রেট ক্রজিয়ার নামের ওই ক্যাপ্টেন এক চিঠিতে তার উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি যুদ্ধকালীন সময়ের বাইরে মার্কিন নৌবাহিনীর সদস্যদের মৃত্যু থেকে বাঁচাতে আহ্বান জানিয়েছিলেন। তবে ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী থমাস মডলি জানিয়েছেন, ক্রজিয়ার ‘অত্যন্ত নিম্ন বিচারবুদ্ধির’ প্রমাণ দিয়েছেন। রণতরীটিতে এখন পর্যন্ত অন্তত ১০০ আরোহী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার ক্রজিয়ারের বরখাস্ত নিয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দেন মার্কিন নৌমন্ত্রী মডলি। তিনি জানান, গণমাধ্যমের কাছে নিজের চিঠিটি ফাঁস করে দেয়ার অভিযোগে ক্রজিয়ারকে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, ওই চিঠিতে এমন ভাব প্রকাশ পেয়েছে যে, ক্রজিয়ারের আহ্বানে সাড়া দিচ্ছে না নৌবাহিনী।
মডলি বলেন, চিঠিটিতে এমন ভাব ফুটে ওঠে যে, নৌবাহিনী তাদের কাজ করছে না, সরকার কাজ করছে না। এটা সত্য নয়। প্রসঙ্গত, থিয়ডর রুজভেল্টে ৪ হাজারের বেশি আরোহী রয়েছে। তাদের মার্কিনশাসিত ভূখন্ড গুয়ামে কোয়ারেন্টাইনে করে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।