Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমালোচিত যুবরাজের পাল্টা জবাব

আফ্রিদিকে সমর্থন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতি করোনাভাইরাস আক্রান্তদের সহায়তা দিচ্ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির হাতে গড়া ‘আফ্রিদি ফাউন্ডেশন’। এই মহৎ কাজে দাতব্য প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছিলেন ভারতের সাবেক দুই ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য ডন। ব্যাস, এতটুকুই। এতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন ভারতীয় ক্রিকেটভক্তদের কেউ কেউ।

ক্রিকেট মাঠ হোক কিংবা রাজনীতির ময়দান-সর্বত্রই পাকিস্তান-ভারতের নাগরিকদের লড়াই চলে সমানতালে। কিন্তু তাই বলে আফ্রিদির মানবিক উদ্যোগকে সমর্থন করে তোপের মুখে পড়বেন হরভজন ও যুবরাজ? হ্যাঁ, তেমনটিই হয়েছেন এই দুই তারকা। অনেক ভারতীয় টুইট করে জানিয়েছেন ক্ষোভ। কেউ বলছেন, ‘সম্মান হারালেন যুবি-ভাজ্জি’। কেউ কেউ বলছেন, ‘এ দুই ক্রিকেটারের কোনো সেন্সই নেই’। কেউবা আবার লিখেছেন, ‘তোমাদের ঘৃণা করি’। এ খবর জানার পর হতাশা প্রকাশ করেছেন আফ্রিদিও। তিনি লেখেন, ‘একটা সামান্য মনুষ্যত্বের বার্তা এভাবে প্রচার হতে পারে দেখে খারাপ লাগছে।’

প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য কয়েক দিন আগে সাহায্য আফ্রিদি। পাকিস্তানের মানুষ হাত খুলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পথিমধ্যে বুমবুমকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে সমর্থন জানিয়েছেন হরভজন ও যুবরাজ।

ভাজ্জি বলেন, ‘সবাই আফ্রিদির ডাকে সাড়া দিন।’ দুই দেশের ক্রিকেটারদের কাছেই সেই আবেদন জানান তিনি। যুবরাজও একইভাবে মানুষের কাছে আফ্রিদি ফাউন্ডেশনকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আবেদন জানান। তিনি লেখেন, ‘এটি আমাদের সামনে পরীক্ষার সময়। এখনই সময় একে অপরের খেয়াল রাখার।’

আফ্রিদির এই উদ্যোগকে সমর্থন জানানোর পর সমালোচনা শিকার হয়েছেন যুবরাজ-হরভজন। সবার অভিযোগ, কেন পাকিস্তানের সমর্থনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। এরপরেই সমালোচকদের একহাত নিলেন বাঁ হাতি তারকা। যুবরাজ টুইট করে নিজের পাল্টা ক্ষোভ উগরে দেন, ‘দরিদ্রদের সাহায্য করার বার্তা কিভাবে অন্যভাবে তুলে ধরা হয়, তা আমার কাছে এখনও বোধগম্য নয়। আমার উদেশ্য ছিল একটাই, সেই বার্তার মাধ্যমে প্রতিবেশী দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন আরো সাহায্য করে দরিদ্রদের। কাউকে আঘাত করার উদ্দেশ্যে টুইট করিনি।’
এর সঙ্গে তিনি আরো লেখেন, ‘আমি সবার আগে একজন ভারতীয়, বিøড বøু। এবং সর্বদাই মানবতার পক্ষে দাঁড়াবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবরাজ

৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ