মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার দৈনিক দ্য বোস্টন গ্লােব করোনা মোকাবেলায় মার্কিন সরকার ও প্রেসিডেন্টের পদক্ষেপকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছে। করোনাভাইরাস বিস্তারকালে তার গৃহীত পদক্ষেপগুলোকে কোভিড-১৯ এ আমেরিকার জনগণের মৃত্যুর কারণ হিসেবে তুলে ধরেছে পত্রিকাটি। মার্কিনীরা যে মুহ‚র্তে ভয়াবহ সংকট মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে সময় নেতৃবৃন্দের গৃহীত পদক্ষেপ ছিল চ‚ড়ান্ত ভুল। তাদের ভুলের কারণেই করোনায় আক্রান্ত হয় আমেরিকার অধিবাসী। পত্রিকাটি আমেরিকার জনগণের খুনের দায়দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের ঘাড়ে চাপিয়েছে। বোস্টন গ্লােব আরও লিখেছে: ট্রাম্প প্রশাসন করোনার প্রাদুর্ভাব রোধে প্রচুর সময় পেয়েও অবহেলা করেছে। যার ফলে কোভিদ-১৯এ আক্রান্তের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পত্রিকাটি লিখেছে: আমেরিকার জনগণ আগামী দিনগুলোতে করোনভাইরাসে আক্রান্ত তাদের পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবকে হারাবে। লাশের মিছিল দেখে তারা তাদের ভবিষ্যতের দিকে উদ্বেগ-উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকাবে। আমেরিকার জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের অনেকেই হুশিয়ারি উচ্চারণ করেছেন যে, করোনাভাইরাসে সেদেশের এক লাখ থেকে দুই লাখ চল্লিশ হাজার মানুষ মারা যাবার আশঙ্কা রয়েছে। দ্য বোস্টন গ্লােব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।