মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আমাজনেও নারীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ঝুঁকিতে কোকামা উপজাতির ৮৫ হাজার মানুষ। -দ্য ব্রাজিলিয়ান রিপোর্ট, জাকার্তা পোস্ট, ওয়াল্ডোমিটার
ব্রাজিলের আমাজন রাজ্যের মেনাস শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের একটি গ্রামে কোকামা উপজাতির ২৯ বছর বয়সী নারী করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই নারীর নাম পরিচয় প্রকাশ করেনি।
সংক্রমিত নারী স্বাস্থ্যকর্মী। তিনি আমাজনের দুর্গম গ্রামগুলোতে চিকিৎসা সেবা দেন। ওই বনে প্রায় ৮৫ হাজার উপজাতি বসবাস করে। তিনি কিভাবে সংক্রমিত হলেন, তা বলা হয়নি। জ্বর ও গলা ব্যথা হলে তাকে করোনার পরীক্ষা করা হয়।
করোনায় ব্রাজিলে বৃহস্পতিবার পর্যন্ত ৬ হাজার ৯৩১ জন সংক্রমিত হয়। এ ভাইরাসে মারা গেছে ২৪৪ জন এবং সুস্থ হয়েছে ১২৭ জন।
ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি করোনা সংক্রমিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।