Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা ১ কোটি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:৫০ পিএম

করোনাভাইরাসে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। আর এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ৫৪ হাজার। কিন্তু প্রকৃত হিসাব হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার ডা. ব্রেন্ডান মার্ফি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ডা. ব্রেন্ডান মার্ফি বলেন, 'আমাদের বিশ্বাস, বিশ্বজুড়ে কভিড-১৯ এ আক্রান্ত প্রকৃত সংখ্যাটা আরও ৫ থেকে ১০ গুণ বেশি হবে।' সে হিসেবে করোনায় প্রকৃত আক্রান্ত ৫০ লাখ থেকে ১ কোটি দাঁড়ায়।

তিনি আরও বলেন, তবে, অস্ট্রেলিয়ার আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তার আস্থা আছে। কারণ, বিশ্বজুড়ে অস্ট্রেলিয়াতেই করোনা পরীক্ষার হার সবচেয়ে বেশি। এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে মারা গেছে ২৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ