Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সংস্থার সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

মহামারি করোনাভাইরাস সংকট যদি যথাযথ উপায়ে মোকাবিলা করা না যায়, তাহলে গোটা বিশ্ব খাদ্য সংকটে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘের তিন অঙ্গসংগঠন। গতকাল বুধবার ওই তিন সংস্থার প্রধানের স্বাক্ষরিত একটি বিবৃতিতে দেশগুলোকে এমন আশঙ্কার কথা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী হলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএডবিøউ) কু দোংগিউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক (ডবিøউএইচও) টেড্রোস আধানম গেব্রয়সেস এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবিøউটিও) পরিচালক রবার্টো আজেভেদো। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘রফতানির ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ হওয়ার কারণে খাদ্যের পর্যাপ্ত সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা বিশ্ব বাজারে খাদ্যের ঘাটতি তৈরি করবে।’ তারা বলেন, ‘বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতির এই মাঝ পর্যায়ে প্রতিটি পদক্ষেপ নিতে হবে, যেন বিশ্ব বাণিজ্য যতটা সম্ভব মুক্তভাবে চলতে পারে। বিশেষ করে বিশ্বব্যাপী খাদ্যের যে সংকট তৈরি হচ্ছে তা এড়ানোর জন্য হলেও এটা করতে হবে। খাদ্য সরবরাহ যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে।’ বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন ‘লকড ডাউন’। করোনাভাইরাসের বিস্তার রোধে পদক্ষেপ নেওয়া হলেও তা আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য সরবরাহের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এছাড়া আতঙ্কিত মানুষ প্রয়োজনের অতিরিক্ত কিনে মজুত করায় অনেক দেশে খাবারের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ