Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ণবাদী হামলার শিকার চেহারার মিল থাকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের বিস্তার নিয়ে ভারতে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ছে, সেই পরিপ্রেক্ষিতে দেশটির উত্তরপ‚র্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে আসা অধিবাসীরা দেশের বিভিন্ন শহরে বর্ণবাদী হামলার শিকার হচ্ছে। তাদের মঙ্গোলিয় চেহারার কারণে তাদেরকে দোষারোপ করা হচ্ছে যে, তারা কোভিড-১৯ রোগ বহন করে এনেছে। ভারতের উত্তর-প‚র্বাঞ্চলের মানুষদের চেহারা দেখতে চীনের হান প্রদেশের মানুষের মতো। হামলার শিকার ব্যক্তিরা অভিযোগ করেছেন যে, তাদের উপর শারীরিকভাবে হামলা করা হচ্ছে, এবং সোশাল মিডিয়ায় তাদেরকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। মনিপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক থোকচোম সিঙ্ঘাজিৎ ডয়চে ভেলেকে বলেন, “আমার সহকর্মীদের উপর দিল্লীর বাইরে স¤প্রতি হামলা করা হয়েছে এবং তাদেরকে গালমন্দ করা হয়েছে। অতীতে সবসময়ই বর্ণবাদী আচরণ করা হয়েছে আমাদের উপর, কিন্তু এবার সেটা নতুন মাত্রায় চলে গেছে”। ভারতের উত্তরপ‚র্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের এক শিক্ষার্থী রিপ্পোন সাংলাই বলেন, “লকডাউনের সময় আমাকে একটা মুদির দোকানে ঢুকতে দেয়া হয়। দোকানের মালিক আমাকে আর আমার বন্ধুদেরকে ফিরিয়ে দিয়েছে”। রিঞ্জিন দর্জি ও তার মেয়ে শেরিং ইয়াংজোমকে ১৬ মার্চ তাদের অ্যাপার্টমেন্ট ভবনে ঢুকতে দেয়া হয়নি। ভবনের প্রশাসন দাবি করে যে, তারা করোনাভাইরাসে আক্রান্ত। ইয়াংজোম ডয়চে ভেলেকে বলেন, “আমরা তাদেরকে মেডিকেল কাগজপত্র দেখিয়েছি, কিন্তু পাহারাদার আমাদের কথা শোনেনি”। আম্বেদকার ইউনিভার্সিটির অধ্যাপক বিবিনাজ থোকচোম বলেছেন, ভারতে করোনা ভাইরাস সঙ্কটের কারণে সমাজের দুর্বল অংশগুলো আরও অসহায় হয়ে পড়েছে এবং তারা হামলা ও বৈষম্যের শিকার হচ্ছে। উত্তরপ‚র্বাঞ্চলীয় রাজ্যগুলোর মানুষের সহায়তার জন্য ২০০৭ সালে নর্থইস্ট সাপোর্ট সেন্টার অ্যান্ড হেল্পলাইন প্রতিষ্ঠিত হয়। সারা দেশ থেকে এখন তাদের কাছে প্রচুর টেলিফোন কল আসছে। এই হেল্পলাইনের দেখাশোনা করেন আলানা গোলমেই। তিনি ডয়চে ভেলেকে বলেন যে, “প্রায় প্রতিদিনই আমি পাঁচ থেকে ছয়টি ফোন কল পাই ভারতের বিভিন্ন জায়গা থেকে”। ডয়চে ভেলে, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ