বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নভেল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ২২ বছর বয়সী এক যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জ্বর, সর্দি,কাশি নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষনের জন্য আইসোলেশনে পাঠান। বাগেরহাট শহরের ওই যুবকের শরীরের সাতদিন ধরে জ্বর, সর্দি ও কাসি ছিল বলে জানিয়েছেন বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বেলফার হোসেন।
তিনি বলেন, দুপুরে চিকিৎসা নিতে ওই যুবক হাসপাতালে আসেন। তার জ্বর ও কাসি রয়েছে। তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। পরীক্ষা-নিরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে করোনা আক্রন্ত কিনা তা জানা যাবে।
এদিকে এর আগে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে তিনজন এবং শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আইসোলেশনে ছিলেন। তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি না থাকায় তারা সবাই নিজ নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।