Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মিশিগানে করোনাভাইরাস একদিনেই কেড়ে নিল ৭৫ জনের প্রাণ

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৯:৫২ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টে হোমের মধ্যেও থেমে নেই করোনাভাইরাসের প্রকোপ। নিত্যদিনই অস্বাভাবিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতী করোনার থাবায় শুধু একদিনেই নিভে গেছে ৭৫ জনের প্রাণ। আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৭ জন। এর আগে একদিনে এত সংখ্যক মৃত্যুর অঘটনা ঘটেনি। ২৪ ঘন্টায় এটিই সর্বোচ্চ প্রাণহানি।

জানা গেছে, নিউইয়র্ক সিটির পরেই সবচেয়ে বেশি বাংলাদেশীর বাস মিশিগান স্টেটে। তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশী মারা যাননি। এ স্টেটের গৃহবন্দী মানুষেরা আছেন চরম আতংকে।

মিশিগান স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত মিশিগানে করোনাভাইরাসে মারা গেছেন মোট ২৫৯ জন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ হাজারের ওপরে। মঙ্গলবার শুধু একদিনেই মারা গেছেন ৭৫ জন। যা নতুন রেকর্ড।

এ মহামারি ঠেকাতে গত ২৩ মার্চ ‘ স্টে হোম’ জারি করেন মিশিগান গভর্নর গ্রিচেন হুইটমার। ২৯ মার্চ মিশিগান স্টেটকে উপদ্রুত ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আজ মঙ্গলবার পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের। মৃতের তালিকায় ৩৫ জন বাংলাদেশীর নাম রয়েছে। যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ২৭০ জন।

দেশটির নিউইয়র্ক করোনার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এ পর্যন্ত নিউইয়র্কে ৭৫ হাজার ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সেখানে ১ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ৫০ টি স্টেটের মধ্যে ৩২ টিতেই চলছে স্টে হোম। ২৪ কোটি ৫০ লাখ মানুষকে ঘরে থাকবার নির্দেশ
দেয়া হয়েছে। অন্যান্য স্টেটগুলোকেও এ ধরনের বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় গভর্নর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ