Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরো ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৯:৪৮ এএম

যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। সবচেয় করুণ অবস্থা নিউইয়র্ক নগরীর। ঘুম থেকে উঠলে মৃত্যুর সংবাদ, ঘুমাতে গেলে মৃত্যুর সংবাদ। এই রকম কঠিন বাস্তবতা নিয়ে বেঁচে আছেন নির্ঘুম রাজ্যের প্রজারা।

হাসপাতালগুলোতে নেই রোগী রাখার জায়গা। লাশ বের হলে বেড খালি হচ্ছে। কেউ বা আক্রান্ত হলে হাসপাতালের ফ্লোরে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এমন পরিস্থিতিতে চিকিৎসক, নার্সও স্তব্দ। হাসপাতালে নেই প্রয়োজনীয় সরঞ্জাম, রোগীর তুলনায় ভেন্টিলেটর সংখ্যা অতি সামান্য। আর সেই কারণে মারা যাচ্ছেন আক্রান্ত রোগীরা।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুইদিনে আমেরিকায় ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে আরো ৫ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ৪জন নিউইয়র্কে এবং একজন নিউজার্সি।

ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, বিএনপি নেতা তানভীর হাসান প্রিন্স, মুনিম চৌধুরী, নুসরাত মজুমদার, সুরুজ খান।

এছাড়া নিউজার্সি প্যাটারসনে সাইফুল ইসলামের শাশুড়ি মারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে আমেরিকায় ৩৫ জন বাংলাদেশি করোনাভাইরাসে মারা গেলেন।
নিউইয়র্কে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কোনো স্বজন বা পরিচিত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে অনেকেই অজানা আতঙ্কে ভুগছেন। অনেকেই ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরে ফিরছেন বা ঘরে কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন।

আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৭০ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৭৫ হাজার ৭৯৫। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫০ জনের।
--

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • *শওকত* ২ এপ্রিল, ২০২০, ১১:১৮ এএম says : 0
    হে আল্লাহ এমন মৃর্তূর খবর চাইনা।আমরা অনেক গুনাহ করে ফেলেছি।তুমি আমাদের গুনাহর কারনে বেজার হয়ে গেছো ।আর গুনাহের কাজ করবোনা।তোমার নির্দেশীত পথে চলবো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ