মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মোকাবিলায় এবার রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভার সদস্য (বিধায়ক) নুরুল ইসলাম। ভ্যানে করে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এলাকাবাসীদের বাড়ি বাড়ি। খোঁজ নিলেন এলাকার বাসিন্দাদের। এই সঙ্কটকালে বিধায়ককে এত কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।
ক্রমশ করোনার থাবা জোরাল হচ্ছে দেশে। পরিস্থিত মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন। ২১ দিন সকলকে ঘরবন্দি থাকার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। লকডাউন চলাকালে যাতে রাজ্যবাসীর কোনও সমস্যা না হয় সেই কারণে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু কিছু দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত রেশন দেওয়া হচ্ছে। এছাড়াও দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। সামর্থ্য মতো তুলে দিচ্ছেন খাবার।
এবার সেই ভ‚মিকায় দেখা গেল বসিরহাটের হাড়োয়ার বিধায়ক নুরুল ইসলামকে। বুধবার সকালে একটি ভ্যান বোঝাই করে চাল, ডাল, আলু, বাচ্চাদের জন্য শুকনো খাবার, দুধ-বিস্কুট নিয়ে নিজের এলাকায় পৌঁছে যান বিধায়ক। বøক সভাপতি শফিক আহমেদকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। কারও শরীর খারাপ কি না, সেসব খোঁজখবরও নেন।
বিধায়ককে এত কাছে পেয়ে খুশির জোয়ারে ভাসেন অনেকে। প্রসঙ্গত, এই প্রথম নয় বরাবরই মানুষের পাশে থাকেন নুরুল ইসলাম। আয়লার সময়েও একইভাবে মানুষের জন্য রাস্তায় নেমেছিলেন তিনি। সূত্র : সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।