Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাসের বিদ্যুৎ গ্যাস পানির বিল মওকুফ করুন -জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৯:০৭ পিএম

জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর নেতৃবৃন্দ করোনাভাইরাস প্রাদুর্ভাব চলাকালে গত মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসের সমস্ত (আবাসিক) বিদ্যুৎ গ্যাস ও ওয়াসার পানির বিল মওকুফ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার চকবাজারস্থ জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি ক্বারী আবুল হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিনের এর সঞ্চালনায় কেন্দ্রীয় দায়িত্বশীলগণের উপস্থিতিতে করোনাভাইরাস থেকে মুক্তি ইমামদের করণীয় শীর্ষক এক জরুরী বৈঠক এ অনুরোধ জানানো হয়।

বৈঠকে বক্তারা বলেন, মহান আল্লাহর নিকট সমস্ত মুসলমানদেরকে মহামারী করোনা থেকে মুক্তির জন্য বেশি বেশি প্রার্থনা ও তওবা ইস্তিগফার করতে হবে। পাশাপাশি সরকার ও অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করা জরুরি। বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন বিপর্যস্ত এবং অর্থনৈতিকভাবে সকল শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত। তারা জনগণের স্বার্থে অবিলম্বে তিন মাসের বিদ্যুৎ গ্যাস ও পানির বিল মওকুফ করার ঘোষণা দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ