Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনের সঙ্গে দেখা করা চিকিৎসক করোনাক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৮:৪১ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করা এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোসিয়া২৪ এ তথ্য জানিয়েছে। -আল জাজিরা
জানা যায়, গত সপ্তাহে কোম্মুনার্কা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন পুতিন। সেখানে চিকিৎসক ডেনিস প্রোতসেনকোর সঙ্গে তার সাক্ষাৎ হয়। আলাপচারিতার সময় তারা করমর্দনও করেছিলেন। এসময় তাদের কারও কাছেই মাস্ক বা গ্লাভস ছিল না।
ওই চিকিৎসকের শরীরে করোনা শনাক্তের পর পুতিনেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ক্রেমলিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিতই রুশ প্রেসিডেন্টের শারীরিক পরীক্ষা করা হচ্ছে । তিনি এখনও সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
রাশিয়ায় এপর্যন্ত ২ হাজার ৩৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ১৭ জন। মঙ্গলবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০১ জন, মারা গেছেন আটজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ