প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মডেল -অভিনেত্রী সুজানা জাফর এখন দুবাইতে আছেন। সেখানে তার ব্যবসা রয়েছে। করোনা ভাইরাসের কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। সেখানে তার সময় কাটছে এবাদতের মাধ্যমে। তিনি জানিয়েছেন, আমাদের এখন উচিৎ আল্লাহকে স্মরণ করা। কুরআন পড়ে সময় কাটানো। আসলে মুসলমান হিসেবে এখানেই আমাদের মুক্তি। তিনি বলেন, ক্লাস সিক্সে আমি প্রথম কুরআন খতম দেই। বাবা-মা বিষয়টি নিয়ে খুশি হন। আমি আল্লাহকে বিশ্বাস করি, ধর্ম পালন করি। ধর্ম নিয়ে পড়ালেখার চেষ্টা করি। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেই। চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার। দুবাইতে এসে আমি যখন ঘুরতে বের হই নামাজের জন্য প্রস্তুতি নিয়েই বের হই। নামাজের সময় হলে গাড়িতে নামাজ পড়ি, মসজিদে নামাজের সুযোগ থাকলে সেখানে পড়ি। আমার নতুন নতুন মসজিদে নামাজ পড়ার বেশ শখ। যেহেতু এখন লকডাউন চলছে এ ইচ্ছেটা পূরণ করতে পারছি না।
সবার কাছে নিবেদন থাকবে, আমরা শুধু নিজেদের চিন্তা না করে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব। শুধু নিজেরা নিজেদের জন্য খাবার গুদামজাত করে ভাবলাম ভালো আছি, এটা ভাবলে চলবে না। সবাইকে নিয়ে বাঁচতে হবে। সবাই ভালো থাকা মানে আমি ভালো থাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।