Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৫:২১ পিএম

প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহ-সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সংগঠনের চিকিৎসক ও শিক্ষার্থীরা চাল-ডাল-আলু-তেল-সাবান ও মাস্কসহ প্যাকেট বিতরণ করেন।

হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্র দলের নেতা-কর্মীরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটি এই কর্মসূচির অংশ বিশেষ। ইতোমধ্যে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় এভাবে খাবার দিয়েছি। এসময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসানসহ আক্তারুজ্জামান আকতার, আশফাক আজিজ, অলিউর রহমান ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ