Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে ১০ দোকান পুড়ে ছাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ২:৫৫ পিএম

নরসিংদীতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুন লেগে হয়ে গেছে ১০ দোকান পুড়ে গেছে।

বুধরার (১ এপ্রিল) দুপুরে শহরের আরশীনগরে এই আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের বরাত দিয়ে নুরুল ইসলাম জানান, শহরের আরশীনগর সিএনজি স্ট্যান্ডের পাশের একটি গ্যাস সিলিন্ডারের বন্ধ দোকানে হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন লেগে পাশের আরও ৯টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কনফেকশনারি, হোটেলে এবং ফলের দোকানসহ ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ